ময়মনসিংহ

সাংবাদিক নাদিম হত্যা: বাবুসহ ৬ আসামীর জামিন না মঞ্জুর

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৩ , ৭:৫৬:৫১ প্রিন্ট সংস্করণ

মতিন রহমান,বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলায় প্রধান আসামী বাবুসহ ৬ আসামীর জামিন না মঞ্জুর করেছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালতের বকশিগঞ্জ আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট তানভীর আহম্মেদ এই আদেশ দেন। মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট ইউসূফ আলী জানান- দুপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামী বাবু, রেজাউল, মনিরুজ্জামান, জাকিরুল, আন্দোলন সরকার ও মকবুল আদালতে জামিন আবেদন করেন। এরপর বিচারক যুক্তিতর্ক শুনে তাদের জামিন না মঞ্জুর করেন। এ পর্যন্ত এই মামলায় গ্রেপ্তার হয়েছেন মোট ১৬জন। বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে কারাগারে রয়েছে সকল আসামী। এর মধ্যে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামী বাবুসহ ৪জন। উল্লেখ্য, গত ১৪ জুন বুধবার পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। প্রথমে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান সাংবাদিক নাদিম। এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুুকে প্রধান আসামী করে নামীয় ২২ জন ও অজ্ঞাত নামা আরো ২০/২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন।

Powered by