বাংলাদেশ

ডেঙ্গুতে এক দিনে রেকর্ড মৃত্যু, হাসপাতালে ১৫৮৯

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২৩ , ৮:৩১:৫৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৮৯ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ৮ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৪৪১ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৪ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ৮৪৭ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ৭৪২ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ৩ হাজার ৩৪৭ জন জন ঢাকার এবং ২ হাজার ৯৪ জন ঢাকার বাইরে।

আরও খবর

Sponsered content