আবহাওয়া

চট্টগ্রাম বন্দরের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৩ , ৫:৩৪:২৬ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বন্দরের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশের আবহাওয়া অফিস। আজ সকালে এক
বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


আবহাওয়া অফিস বলছে, চট্টগ্রাম বন্দর ছাড়াও কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


পূর্ণিমা ও বায়ূচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই-তিন ফুট অধিক উচ্চতার বায়ূ তাড়িত জলোচ্ছাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।