দেশজুড়ে

চন্দনাইশে নারীসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৩ , ৬:১৪:৪০ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে নারীসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার বরমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম চর বরমা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মাদককারবারীরা হলেন চন্দনাইশের আনোয়ারুল ইসলামের ছেলে মো. আলমগীর (৪২), মো. আলমগীরের স্ত্রী শাহিনা আক্তার (৩৫) ও মোঃ আবু ছালেকের ছেলে সাইফুল ইসলাম (২৬)। এসময় তাদের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেয়া হয়েছে।

আরও খবর

Sponsered content