দেশজুড়ে

ডাবের দাম নিয়ন্ত্রণে অভিযান

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৩ , ৭:৩৯:৪১ প্রিন্ট সংস্করণ

ডাবের দাম নিয়ন্ত্রণে অভিযান

ডাবের দাম নিয়ন্ত্রণে চট্টগ্রাম মেডিকেলের সামনে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সামনে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে ডাব মজুদ ও বেশি দামে বিক্রি করায় দুই বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অনেকে অভিযানের কথা শুনে ডাব রেখে পালিয়ে গেছে বলে জানা গেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক মোঃ ফয়েজ উল্ল্যাহ বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ায় কয়েকগুণ চাহিদা বেড়েছে ডাবের। আর অসাধু ব্যবসায়ীরা এই সুযোগে দাম বাড়িয়ে জিম্মি করছেন রোগী ও তাদের স্বজনদের। অভিযানে এসে আমরা প্রমাণও পেয়েছি। এ সময় ডাব বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও খবর

Sponsered content