দেশজুড়ে

ঝালকাঠিতে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২০ , ৭:২৬:২৫ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি  ঃ মহামারি করোনা আতঙ্কে সাড়া দেশ, লকডাউন বা সামাজিক অবরুদ্ধকরন সেইসাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে,যাতে এই মহামারি ছড়াঁতে না পারে, মহামারি নোভেল করোনা ভাইরাসের কারনেই মানুষ ঘরবন্দি হয়ে পরেছে যার কারণে মানুষ আজ কর্মহীন। বতর্মান এই ভয়াবহ পরিস্থিতিতে কর্মহীন,দিনমজুর মানুষের মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে। 

করোনা মোকাবেলায় শারীরিক দূরত্ব বজায় রাখা এবং নাগরিকদের সচেতন করা সহ ত্রাণ কাজে সহযোগিতার হাত বাড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী ঝালকাঠিতে করোনায় কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সেনাবাহিনী।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন, বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ২২ ব্যটলিয়ন। মেজর ইসতিয়াকের নেতৃত্বে  ঝালকাঠি শহরের লঞ্চঘাট,কাটপট্টি,ডাক্তার পট্টি ও তরকারিপট্টিসহ বিভিন্ন এলাকায় কর্মহীন পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয় সেনাবাহিনীর এই দলটি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,আলু,পেঁয়াজ, তেল এবং সাবান। সেনাবাহিনী তাদের নিজেদের খাবারের কিছু অংশ জমিয়ে এই সহায়তা প্রদান করেন।

আরও খবর

Sponsered content

Powered by