প্রতিনিধি ২৭ জুন ২০২০ , ৪:৩৩:৫৯ প্রিন্ট সংস্করণ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানে তিন বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। ২৭ জুন শনিবার দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে উপজেলার চিকদাইর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফজল হক সওদাগরের বাড়ীতে।
জানা যায়,গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত সৃষ্টি হয়। আগুন দেখে আশেপাশের স্থানীয় লোকাজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার অনেকক্ষণ চেষ্টা চালায়। পরে খবর পেয়ে বেলা ২টার দিকে রাউজান ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তরা হলেন আবু আহমেদ ও মৃত নুর মোহাম্মদের দু’ছেলে ইউনুস, ইউসুফ।ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা হবে বলে ধারণা স্থানীয়দের।
ঘটনাস্থলে স্থানীয় চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত হন।এসময় চেয়ারম্যান তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের ৫হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।