রাজধানী

ওয়ার্ডে ডেঙ্গু রোগী কম থাকলে পুরস্কার পাবে কাউন্সিলর

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২১ , ৫:৩৮:৩০ প্রিন্ট সংস্করণ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) যে ওয়ার্ডে ডেঙ্গু রোগী কম পাওয়া যাবে, সেই ওয়ার্ড কাউন্সিলর পুরস্কার পাবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। আজ বুধবার রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোড থেকে এই অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন। ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিধনে এই বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে ডিএনসিসি।

মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘আগামী শনিবার সকাল ১০টায় ১০ মিনিট নিজ নিজ বাসা পরিষ্কার করুন। এ রকম প্রতি শনিবার ১০টায় ১০ মিনিট পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। পাশাপাশি যে ওয়ার্ডে কম ডেঙ্গু রোগী পাওয়া যাবে সেই ওয়ার্ড কাউন্সিলরকে দেওয়া হবে পুরস্কার।’

একই সঙ্গে যে সকল ভলান্টিয়ার এডিসের লার্ভার ছবি দেবে তাকেও পুরস্কৃত করা হবে বলে জানান মেয়র। এ সময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা মোশারফ করিম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান।

আরও খবর

Sponsered content

Powered by