দেশজুড়ে

কেন্দুয়ায় কর্মহীন ও দুস্থদের পাশে অপু উকিল

  প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২০ , ৪:৩৭:৩৫ প্রিন্ট সংস্করণ

মজিবুর রহমান, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় প্রাণঘাতী করোনার পরিস্থিতিতে খাদ্যসামগ্রী নিয়ে কর্মহীন ও দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। স্বামী নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের পক্ষে তিনি এসব খাদ্যসামগ্রী কেন্দুয়া পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে শনিবার পৌরশহরের দিগদাইড় প্রাথমিক স্কুল প্রাঙ্গণে বিতরণ করা হয়েছে।

এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান ভূইঁয়া, আওয়ামী লীগ নেতা আলী আহম্মদ,আব্দুল্লাহ আল ফারুক সানা ও গোলাপ মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন। পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান ভূইঁয়া, নেত্রকোণা-৩ আসনের এমপি অসীম কুমার উকিলের পক্ষে অপু উকিল  ধারা বাহিকভাবে নির্বাচনী এলাকা কেন্দুয়া ও আটপাড়া উপজেলা জুড়ে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলছে। অপু উকিলের বার্তা হলো করোনার পরিস্থিতিতে কেউ না খেয়ে থাকবে না বলে জানান তিনি।