চট্টগ্রাম

চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৩ , ৮:০১:১৪ প্রিন্ট সংস্করণ

চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই উপ-পক্ষের মধ্যে সংঘর্ষে ৪জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহ আমানত ও শাহ জালালের সামনে সংর্ঘষের সূত্রপাত হয়।

এতে উভয় গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে চার ছাত্রলীগ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। সিক্সটি নাইন ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে জড়ায় বলে জানা গেছে। এদের মধ্যে সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসানের ও সিক্সটি নাইন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। পাশপাশি সিএফসির নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদাফ খান এবং সিক্সটি নাইনের নেতৃত্বে আছেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ওরফে টিপু।

এর মধ্যে সিক্সটি শাহজালাল হল ও সিএফসি শাহ আমানত হলে অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুরুল আজিম সিকদার বলেন, ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়েছিল। সমাধানের চেষ্টা চলছে। আমরা সতর্ক আছি।

আরও খবর

Sponsered content

Powered by