দেশজুড়ে

বগুড়ার সাবেক এমপি শাহজাহান আলী আর নেই

  প্রতিনিধি ২৮ জুন ২০২০ , ৬:৩১:১২ প্রিন্ট সংস্করণ

বগুড়া-৫ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট আইনজীবী ড. শাহজাহান আলী তালুকদার আর নেই। আজ রোববার সকালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।

মরহুমের পরিবারের লোকজন জানিয়েছেন, তিনি গুরুতর অসুস্থ হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা গেছেন।

শাহজাহান আলী তালুকদারের মৃত্যুতে বগুড়া জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। -প্রেস রিলিজ।