চট্টগ্রাম

জয় নিউজের পঞ্চম বর্ষপূর্তি উদযাপন

  প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৩ , ৭:০৭:৪৯ প্রিন্ট সংস্করণ

জয় নিউজের পঞ্চম বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রাম থেকে পরিচালিত, সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল জয় নিউজ বিডি পঞ্চম বছর অতিক্রম করে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে নিউজ পোর্টালটির ৬ষ্ঠ বর্ষে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে নগরীর প্রেস ক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকীর এ আয়োজনে চট্টগ্রামের নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত হয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

জয় নিউজ বিডি’র সম্পাদক ও প্রকাশক অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ষপূর্তির এ আয়োজনে শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহ সভাপতি শহীদুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক দেব দুলাল ভোমিক, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, সাতকানিয়া পৌরসভা মেয়র মো. জোবায়ের, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকগণ।