চট্টগ্রাম

ক্যাডার বৈষম্য দূরীকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা  

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২৩ , ৭:৪৭:০৯ প্রিন্ট সংস্করণ

ডার বৈষম্য দূরীকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সরকারী চাকরীতে ক্যাডার বৈষম্যসহ দূরীকরণসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।

সোমবার (২ অক্টোবর) সকালে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি হাজি মুহাম্মদ মহসিন কলেজ ইউনিটের উদ্যোগে এ কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়।

এ সময় শিক্ষক নেতারা বলেন, দেশের সার্বিক শিক্ষাব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য সৃষ্ট শিক্ষা ক্যাডারকে উদ্দেশ্যেমূলকভাবে বঞ্চিত করে রাখা হচ্ছে। শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডারের বাইরের কর্মকর্তাদের দ্রুত সরানোর দাবি জানান তারা।

পদোন্নতি বৈষম্য কমাতে বিসিএসের সব ক্যাডারে সুপারনিউমারারি পদ সৃষ্টি করে পদোন্নতি দেওয়া, অধ্যাপকদের বেতন গ্রেড তৃতীয় ধাপে উন্নীত করা ও অর্জিত ছুটির সমস্যা সমাধানের দাবি তুলে ধরা হয়।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে সোমবার দেশের সব সরকারি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, আলিয়া মাদ্রাসা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), শিক্ষা বোর্ডসহ শিক্ষাসংশ্লিষ্ট দপ্তরে একযোগে এই কর্মবিরতি পালন করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by