খেলাধুলা

ভারতের ভিসা পাননি পাকিস্তানি সাংবাদিক ও দর্শক

  প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৩ , ৫:১০:১২ প্রিন্ট সংস্করণ

ভারতের ভিসা পাননি পাকিস্তানি সাংবাদিক ও দর্শক

এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করা প্রতিটি দেশের সমর্থকরা নিজ নিজ দেশের সমর্থন করতে এখন ভারতে। তবে, বঞ্চিত পাকিস্তানের সাংবাদিক ও দর্শকরা। 

ম্যাচের প্রাণ বলা হয় সমর্থকদের, তাদের সমর্থন উজ্জীবিত করে ক্রিকেটারদের। আর নিজ দেশের মানুষের কাছে ম্যাচের সব ঘটনা তুলে ধরেন সংবাদকর্মীরা। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে প্রেসবক্স কিংবা গ্যালারিতে পাকিস্তানকে সমর্থন করার মতো কেউ ছিল না। বিশ্বকাপের শুরুর অনেক আগ থেকেই ভারতের ভিসা পাওয়ার জন্য চেষ্টা করে আসছে পাকিস্তানের সংবাদকর্মী ও সমর্থকরা। তবে রাজনৈতিক দ্বন্দ্বে তাদের দেশে ঢোকার অনুমতি দেয়নি ভারত সরকার।

রাজনৈতিক ইস্যু টেনে পাকিস্তানিদের ভিসা না দেয়ায় ভারত সরকারের সমলোচনা করছেন অনেকেই। প্রশ্ন তুলছেন বিসিসিআইয়ের অব্যবস্থাপনা নিয়ে। এমনকি নিজের দেশের মানুষদের মাঠে না দেখে ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসি’র ওপর চটেছে পিসিবিও।

Powered by