খেলাধুলা

নিজের ‘শিক্ষক’কেও ছাড়িয়ে গেলেন সাকিব

  প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৩ , ৩:৫২:২৭ প্রিন্ট সংস্করণ

নিজের ‘শিক্ষক’কেও ছাড়িয়ে গেলেন সাকিব

২০১৯ সালে একশ দিনের জন্য বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে নিয়োগ পান ড্যানিয়েল ভেট্টরি। নিউজিল্যান্ডের কিংবদন্তি এই স্পিনিং অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসানের কোচ তথা শিক্ষক। 

শনিবার আফগানিস্তানের বিপক্ষে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরে নিজেদের প্রথম ম্যাচে তিন উইকেট শিকারের মধ্য দিয়ে নিজের কোচকেও ছাড়িয়ে যান সাকিব।

এদিন আফগান তারকা ওপেনার ইবরাহিম জাদরান, রহমত শাহ ও নজিবুল্লাহ জাদরানকে সাজঘরে ফেরান সাকিব।

এদিন আফগান তিন উইকেট শিকারের মধ্য দিয়ে বিশ্বকাপে নিজের ৩০তম ম্যাচে ৩৭ উইকেট শিকার করলেন সাকিব। বিশ্বকাপে স্পিনার হিসেবে তৃতীয় সর্বোচ্চ ৩৭ উইকেট শিকার করলেন তিনি।

শনিবার তিন উইকেট শিকারের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টরিকে ছাড়িয়ে যান সাকিব। ভেট্টরি বিশ্বকাপে ৩২ ম্যাচে ৩৬ উইকেট শিকার করেছিলেন। 

স্পিনার হিসেবে ৪০ উইকেট শিকার করে দ্বিতীয় পজিশনে আছেন দক্ষিণ আফ্রিকান তারকা ইমারন তাহির। সর্বোচ্চ ৬৮ উইকেট শিকার করে সবার ওপরে আছেন শ্রীলংকান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরান। 

তবে ওয়ানডে বিশ্বকাপে রেকর্ড সর্বোচ্চ ৭১ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রা।

দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ উইকেট শিকার করেন শ্রীলংকান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরান। আর ৫৬ রান করে তৃতীয় পজিশনে আছেন শ্রীলংকান সাবেক তারকা পেসার লাসিথ মালিঙ্গা।

আরও খবর

Sponsered content

Powered by