চট্টগ্রাম

আনোয়ারায় বেওয়ারিশ মহিলার লাশ উদ্ধার

  প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৩ , ৫:৩৭:৩১ প্রিন্ট সংস্করণ

আনোয়ারায় বেওয়ারিশ মহিলার লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় সড়কে মিললো বেওয়ারিশ মহিলার লাশ। আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়ক থেকে এ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের মাজার গেট এলাকার থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রক্তাক্ত অবস্থায় সড়কে লাশটি পড়ে ছিল। এলাকার লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সকাল ৮টার দিকে এসে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়েছে। এখনও লাশের কোনো পরিচয় মেলেনি।

আরও খবর

Sponsered content