প্রতিনিধি ২ নভেম্বর ২০২৩ , ৭:৩২:২২ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুরের রামগঞ্জে সেলিনা বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) রাতে উপজেলার শেফালীপাড়া ব্যাপারীবাড়িতে স্বামী ফারুক হোসেনের বসতঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই গৃহবধূর পরিবারের দাবি, মেয়েটিকে হত্যা করা হয়েছে। তবে স্বামীর পরিবারের লোকজনের দাবি, গৃহবধূ আত্মহত্যা করেছেন।
সেলিনা বেগম উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের আরশাদ পাটওয়ারীবাড়ির আবদুল মান্নানের মেয়ে। হাবিবা নামে দেড় বছরের কন্যাসন্তান রয়েছে তাঁর।
জানা গেছে, আড়াই বছর আগে ফারুক হোসেনের সঙ্গে সেলিনা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়।
মেয়েটির মা শাহনাজ বেগম অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে। সে যদি ফাঁস নিত তাহলে সে ঝুলন্ত অবস্থায় থাকত। আমরা তাকে খাটের ওপর শুয়ে থাকতে দেখেছি। শাহজাহান মেম্বার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মেম্বার বলছে, আমাদের এক লাখ টাকা দেবে, আমরা যেন চুপ থাকি এবং কোনো মামলা না করি। আমরা টাকা চাই না, মেয়ে হত্যার বিচার চাই।’ অভিযুক্ত ইউপি সদস্য শাহজাহান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি এ ধরনের কোনো কথা বলি নাই।’
গৃহবধূর শ্বশুর হাবিবুল্লাহ দাবি করেন, সন্ধ্যায় তাঁর ছেলে ফারুক হোসেন ঘরের দরজায় বসে ছিল। হঠাৎ ঘরের ভেতর চিৎকার শুনে গিয়ে দেখে, সেলিনা জানালার সঙ্গে ঝুলে আছে। পরে বাড়ির লোকজন এসে জড়ো হয়। তখন ফারুক জানালা থেকে তার ঝুলন্ত লাশ খুলে ফেলে।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।