বাংলাদেশ

সমাবেশ করতে আ.লীগকে অনুমতি নিতে হবে: ইসি

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৩ , ৩:৫৫:০৮ প্রিন্ট সংস্করণ

সমাবেশ করতে আ.লীগকে অনুমতি নিতে হবে: ইসি

নির্বাচনের আগে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সমাবেশ করতে চাইলে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

রোববার (৩ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

১০ ডিসেম্বর আওয়ামী লীগ ঢাকায় সমাবেশ করতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব জানান, প্রতীক বরাদ্দের আগে যেকোনো ধরনের রাজনৈতিক সমাবেশ করতে হলে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে। অনুমতি নিয়ে সমাবেশ করায় কোনো বাধা নেই।

ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক নিয়ে অশোক কুমার দেবনাথ জানান, ভোটের আইনকানুন, ভোট পদ্ধতি, ভোটার সংখ্যা, নির্বাচনি আসন প্রার্থী সংখ্যাসহ পরিসংখ্যানগত তথ্য চেয়েছে প্রতিনিধি দল। ৭ জানুয়ারি ভোট হলেও এই দলটি ২৩ জানুয়ারি পর্যন্ত ঢাকায় অবস্থান করবে। এসময় তারা পররাষ্ট্র মন্ত্রনালয়কে জানিয়ে দেশের বিভিন্ন স্থানে পরিদর্শন করবে।

আরও খবর

Sponsered content