দেশজুড়ে

ধুনটে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২০ , ৮:০৭:২৫ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার তারাকান্দি গ্রামের কৃষক মেহের আলীর ১ বিঘা জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ধান কেটে কৃষকের বাড়িতে পৌছে দেয়ার কাজে নেতৃত্ব দেন ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্বেচ্ছাশ্রমে ধান কাটার উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, আওয়ামী লীগ নেতা ইমরুল কাদির সেলিম, গোলাম হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনোয়ার হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রতন মাহমুদ, রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আকরাম, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান ওয়াশিম, মাসুম, স¤্রাট, শোভন আহম্মেদ, আসিফ, রাকিব ও সোহানুর রহমান সোহান প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by