বাংলাদেশ

পরিচালন মুনাফা কমেছে অধিকাংশ ব্যাংকের

  প্রতিনিধি ২ জুলাই ২০২০ , ১১:৫০:৫৭ প্রিন্ট সংস্করণ

করোনার নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাংকের পরিচালন মুনাফায়। অর্থনীতিতে স্থবিরতা নেমে আসায় চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) অধিকাংশ বেসরকারি ব্যাংকের পরিচালন মুনাফা কমে গেছে। নিট মুনাফার হিসেবে এ মুনাফার পরিমাণ কত হবে, তা নিয়ে উদ্বিগ্ন ব্যাংকাররা।

নিট মুনাফার ওপর ভিত্তি করে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিয়ে থাকে। ফলে এসব ব্যাংকের মুনাফা নিয়ে শেয়ার বাজারে ব্যাপক আগ্রহ থাকে। যদিও মূল্য সংবেদনশীল বিবেচনায় শেয়ার বাজারে থাকা ব্যাংকের পরিচালন মুনাফা আগেভাগে প্রকাশের ওপর বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নিষেধাজ্ঞা রয়েছে। ব্যাংকগুলো বিএসইসির কাছে আনুষ্ঠানিকভাবে এ তথ্য দেওয়ার পর স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়

ব্যাংকগুলোর সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড মুনাফা করেছে ২৪৩ কোটি টাকা। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯৮ কোটি টাকা কম। যমুনা ব্যাংকের পরিচালন মুনাফার পরিমাণ ৩১০ কোটি টাকা। যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩০ কোটি টাকা কম। এসবিএএল ব্যাংকের পরিচালন মুনাফা ১৫ কোটি কমে হয়েছে ৭৫ কোটি টাকা। আল আরাফাহ ইসলামী ব্যাংক ছয় মাসে ৩০৫ কোটি টাকা মুনাফা করেছে। যা আগের বছরের চেয়ে ৯৫ কোটি টাকা কম। ডাচ বাংলা ব্যাংকের মুনাফা কমেছে ২০ কোটি টাকা। ছয় মাসে ব্যাংকটির মুনাফার পরিমাণ ৭০ কোটি টাকা।

এছাড়া এক্সিম ব্যাংক প্রথম ছয় মাসে মুনাফা করেছে ৩১৭ কোটি টাকা। আগের বছরের চেয়ে এ মুনাফার পরিমাণ কমেছে ১৩ কোটি টাকা। সাউথ-ইস্ট ব্যাংকের মুনাফা কমেছে ১৬৪ কোটি টাকা। ছয় মাসে এটি মুনাফা করেছে ৩৪২ কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংকের মুনাফা ১২০ কোটি টাকা কমে হয়েছে ১৭৫ কোটি টাকা। পূবালী ব্যাংকের মুনাফা ৪০৫ কোটি টাকা, অথচ আগের বছরের একই সময়ে এ ব্যাংক মুনাফা করেছিল ৫৪৬ কোটি টাকা। শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা ৭৭ কোটি টাকা কমে হয়েছে ২৪৮ কোটি টাকা। ন্যাশনাল ব্যাংক ২০২ কোটি টাকা, কমেছে ৬২ কোটি টাকা। এনসিসি ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ২৯০ কোটি, কমেছে ৭২ কোটি টাকা।

নতুন ব্যাংক হিসেবে সাউথ-বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৭০ কোটি টাকা। আগের বছরের এই সময়ের তুলনায় এর মুনাফা কমেছে ২০ কোটি টাকা। মধুমতি ব্যাংক মুনাফা করেছে ১২৫ কোটি টাকা। মেঘনা ব্যাংকের মুনাফা আগের বছপরের একই সময়ের চেয়ে ৩২ কোটি টাকা কমে হয়েছে ১২ কোটি টাকা। এনআরবিসি ব্যাংক করেছে ৮৯ কোটি টাকার মুনাফা। মিডল্যান্ড ব্যাংকের পরিচালন মুনাফা ১৩ কোটি টাকা কমে হয়েছে ৫২ কোটি।

ব্যাংকিং খাতে রেকর্ড পরিমাণ খেলাপি ঋণ থাকায়, আলোচিত ব্যাংকগুলোর নিট মুনাফা কত দাঁড়াবে তা নিয়ে বিশ্লেষকদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

Powered by