প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৩ , ৭:০৭:৫২ প্রিন্ট সংস্করণ
দূর্নীতি প্রতিরোধ করতে বা সহনীয় পর্যায়ে আনতে হলে-নিজেকে আত্মশূদ্ধী করার মধ্যদিয়ে দূর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
এবারের প্রতিপাদ্য ‘উন্নত শান্তি ও নিরাপত্তা লক্ষ্যে দূর্নীতির বিরোদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ শ্লোগানকে সামনে রেখে শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত ‘আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসের আলোচনায় আলোচকরা ওই বক্তব্য তুলে ধরেন।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার নুরাজ্জামান বিপ্লবের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক শিক্ষা কর্মকর্তা মো. মাঈনুদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতি দেবীদ্বার কার্যালয়ের ডিজিএম মো. রেজাউল করিম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মো. হারুন- অর-রশিদ, নিজেরা করি সংস্থার সংগঠক উজ্জল হোসেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার প্রমূখ।