আন্তর্জাতিক

সীমান্ত থেকে প্রায় ৩০০ ইউক্রেনীয়কে ফিরিয়ে দিলো যুক্তরাজ্য

  প্রতিনিধি ৮ মার্চ ২০২২ , ৩:২৭:৪৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ফ্রান্সের ক্যালে শহর থেকে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টার সময় প্রায় তিনশো ইউক্রেনীয়কে ফিরিয়ে দেয়া হয়েছে। অনেক শরণার্থী ফ্রান্সের ক্যালে বন্দর দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করে।

এই সংখ্যা যুক্তরাজ্যের হোম অফিস থেকে ইউক্রেনের নাগরিকদের জন্য এ পর্যন্ত ইস্যু করা মোট ভিসা সংখ্যার প্রায় সমান।

ক্যালে বন্দরের এক কর্মকর্তা ভেরোনিক দেপ্রেজ-বোদিয়ার বলেন, ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর থেকে ৫৮৯ জন ইউক্রেনীয় এই সীমান্তে এসেছেন বলে জানা যাচ্ছে। তাদের মধ্য থেকে ২৮৬ জনকে যুক্তরাজ্যে ঢুকতে দেয়া হয়নি।

এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রিটেন খুবই ‘আন্তরিক দেশ’, কিন্তু কারা প্রবেশে করার চেষ্টা করছে, তাদের যাচাই-বাছাই করে দেখতে চায় ব্রিটেন।

ক্যালেতে অপেক্ষমান কিছু ইউক্রেনীয় নাগরিক বলেছেন, পারিবারিক পুনর্মিলন ভিসা পেতে অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।

তবে হোম অফিস জোর দিয়ে বলেছে, ইউরোপজুড়ে ভিসা আবেদন কেন্দ্রগুলোতে অ্যাপয়েন্টমেন্ট এই সপ্তাহেই শুরু হয়েছে।

ইউক্রেনীয় ফ্যামিলি স্কিমের অংশ হিসেবে প্রায় ১৭ হাজার ৭০০ জন যুক্তরাজ্যে যাওয়ার জন্য আবেদন করেছেন এবং ৩০০ জনকে ভিসা দেওয়া হয়েছে। -বিবিসি

আরও খবর

Sponsered content

Powered by