চট্টগ্রাম

ফটিকছড়ির বাজারে পেঁয়াজ সংকট, বিপাকে ক্রেতারা

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৩ , ৫:৫১:০৬ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়ির বাজারে পেঁয়াজ সংকট, বিপাকে ক্রেতারা

চট্টগ্রামের ফটিকছড়ির বিবিরহাট-নাজিরহাট সহ বিভিন্ন বাজারে পেঁয়াজ নেই। ফলে নতুন সংকটে পড়েছেন সাধারণ ক্রেতারা। ক্রেতারা দাবী করছেন প্রশাসন কর্তৃক পেঁয়াজের ন্যায্য মূল্য নির্ধারণ করে দেওয়ায় কৃত্রিম সংকট তৈরী করেছেন অসাধু ব্যাবসায়ীরা। তবে বাজারের ব্যাবসায়ীরা বলছেন ভিন্ন কথা।

১০ই ডিসেম্বর সকালে সরেজমিনে নাজিরহাট বাজার পরিদর্শনে গেলে বাজারের ব্যাবসায়ী দুলাল, খোকন ও এরশাদ বলেন, ‘প্রশাসন দাম নির্ধারণ করে দিলে সাধারণ ক্রেতারা বেশি পরিমাণে পেঁয়াজ নিয়ে যায়৷ যার ফলে স্টোরের পেঁয়াজও শেষ হয়ে যায়। এখন  চট্টগ্রামের পাইকারী বিক্রেতারা দাম বেশি নিচ্ছে। আমরা বেশ দাম দিয়ে কিনলে কম দাম দিয়ে কিভাবে কিনবো?’

তবে ব্যাবসায়ীদের এমন বক্তব্যকে নিচক কৃত্রিম সংকট তৈরীর অপ কৌশল বলে দাবী করেছেন সচেতন মানুষরা।’ এমতাবস্থায় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন, কিছু অসাধু ব্যাবসায়ী পেঁয়াজ মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরী করছেন। জেলা আইনশৃঙ্খলা সভার মিটিং এ বিষয়টি আমি উপস্হাপন করেছি। আমরা যদি একম তথ্য পেয়ে থাকি তাহলে সেগুলো জব্দ করে খোলা বাজারে বিক্রি করে দেবো।

আরও খবর

Sponsered content