চট্টগ্রাম

৪ চোরের কাছে মিললো ৬২ মোবাইল

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৩ , ৬:৫২:১৭ প্রিন্ট সংস্করণ

৪ চোরের কাছে মিললো ৬২ মোবাইল

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার আমিন টেক্সটাইল এলাকায় চার চোরের কাছ থেকে ৬২টি বিভিন্ন মডেল ও দামের মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো বরিশালের কোতোয়ালী থানাধীন কশিপুর এলাকার মোঃ আলমগীরের ছেলে মোঃ শামীম (২৮), একই এলাকার মোঃ আলমগীরের ছেলে মোঃ সুমন (২৫), নোয়াখালীর সুধারাম থানার মোঃ আবুল বশরের ছেলে বেলাল হোসেন (৩২) ও বায়েজিদ থানার আমিন কলোনি এলাকার মৃত মোঃ মাহফুজুর রহমানের ছেলে মোঃ জসিম (৪৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমিন টেক্সটাইল এলাকায় চোরাই মোবাইল বেচা-কেনার সময় ৪জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ৬২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও খবর

Sponsered content