দেশজুড়ে

বাগেরহাট-৪ আসনে ৭ প্রার্থীর ৫ জনেরই নেই তেমন প্রচার-প্রচারণা

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৩ , ৭:৪৯:১৭ প্রিন্ট সংস্করণ

বাগেরহাট-৪ আসনে ৭ প্রার্থীর ৫ জনেরই নেই তেমন প্রচার-প্রচারণা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে  প্রার্থী ৭ জন থাকলেও ৫ জনের নেই তেমন প্রচার-প্রচারণা ।

এ আসনে এবার প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগ। তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য। 

অপরদিকে দলের মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা মো:জামিল হোসেন।

এই দুই প্রার্থীর প্রচার-প্রচারনায় চাঙা রয়েছে নির্বাচনী ভোটের মাঠ।সকাল থেকে রাত পর্যন্ত পথসভা, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করে নিজেদের জন্য ভোট চাচ্ছেন ভোটারদের কাছে। এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া অপর পাঁচ প্রার্থীরা তারা ভোটের মাঠে নামে মাত্র প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 

জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি (লাঙ্গল) প্রতীক নিয়ে,  তৃণমূল বিএনপির লুৎফুন নাহার রিক্তা (সোনালি আঁশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) রেজাউল ইসলাম রাজু (নোঙ্গর), এনপিপির লোকমান হোসেন (আম) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের বদরুজ্জামান (ছড়ি) প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিযোগিতায় থাকলেও এখনো প্রচারে সরব হতে পারেননি তারা।

তবে ভোটারদের দাবি উল্লেখিত ৫ প্রার্থীর নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা চোখে পড়ার মত না থাকলেও মুল লড়াই হবে আওয়ামী লীগ  মনোনীত (নৌকা) প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ ও স্বতন্ত্র প্রার্থী মো: জামিল হোসেনের (ঈগল) প্রতীকের সাথে।

আরও খবর

Sponsered content