চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে চার বসতঘর

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৪ , ৪:৩৩:৫৩ প্রিন্ট সংস্করণ

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে চার বসতঘর

রাঙ্গুনিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে চারটি বসতঘর। মঙ্গলবার (২ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ২নং ওয়ার্ড দক্ষিণ নোয়াগাঁও এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন তারা।

স্থানীয় পৌর কাউন্সিলর নুরুল আবছার জসিম জানান, রাত দেড়টার দিকে ওয়ার্ডটির বাচা মৌলভীর বাড়ির একটি বসতঘরে বৈদ্যুতিক মিটার থেকে হঠাৎ আগুন ধরে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বিধবা নারী খুরশিদা বেগম ও আলকুমা বেগম এবং লালু মিয়া ও ওসমান গণির মালিকানাধীন চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তারা কিছুই বের করতে পারেনি।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সুমন জানান, আগুনে ৪ জন মালিকের বিভিন্ন পরিমাপের একাধিক কক্ষ বিশিষ্ট ৩ টি কাঁচাবসত ও ১টি সেমিপাকা বসত ঘর পুড়ে গেছে। তাদের তাৎক্ষণিক তৎপরতায় আশেপাশের বসতঘরগুলো রক্ষা পেয়েছে জানিয়েছেন তিনি।

আরও খবর

Sponsered content