চট্টগ্রাম

পটিয়ায় এজেন্ট বের করে দেয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী শামসুল হক’র

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৪ , ৪:২২:৫৬ প্রিন্ট সংস্করণ

পটিয়ায় এজেন্ট বের করে দেয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী শামসুল হক’র

নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে নানা বাধা বিপত্তির কথা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছিলেন পটিয়ার স্বতন্ত্র প্রার্থী হুইপ শামসুল হক চৌধুরী। ভোটের দিন ১২টার সময় প্রায় ৫০টি কেন্দ্র থেকে এজেন্ট বের দেয়ার অভিযোগ করলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের স্বতন্ত্র প্রতীকের এই প্রার্থী। পটিয়া পৌর সদরের আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে এসে তিনি এ অভিযোগ করেন। শামসুল হক চৌধুরী বলেন, নৌকার সমর্থকরা এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয় এবং জোর করে নৌকায় সিল মারেন।

আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ঈগল প্রতীকের এজেন্ট মুস্তফা জানান, সকাল ৯টার দিকে তাকেসহ ঈগলের সব এজেন্টকে বের করে দেওয়া হয়। এ সময় নৌকার সমর্থকরা তাকে মারধর করে বলেও অভিযোগ করেন তিনি।

তবে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম দাবি করেন, এটা পুরোটাই মিথ্যাচার। পরাজয় আঁচ করতে পেরে তিনি এসব অভিযোগ তুলছেন। পটিয়ায় নৌকার গণজোয়ার দেখে তিনি আসলে দিশেহারা হয়ে গেছেন।

আরও খবর

Sponsered content

Powered by