চট্টগ্রাম

সিএমপির ভোটের মাঠে থাকবে ডগ স্কোয়াড

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৪ , ৫:০৭:১০ প্রিন্ট সংস্করণ

সিএমপির ভোটের মাঠে থাকবে ডগ স্কোয়াড

ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রজাতির প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এই ডগ স্কোয়াড ইউনিট নিয়ে বিশেষ মহড়া শেষে তিনি এ কথা জানিয়েছেন।

নেদারল্যান্ড থেকে আনা বিশেষ প্রজাতির এ কুকুর তার ঘ্রাণশক্তি ব্যবহার করে লুকিয়ে রাখা বিষ্ফোরক দ্রব্যের সন্ধান দিতে পারে। নির্বাচনী সহিংসতার এড়াতে সোয়াত বাহিনী ও ডগ স্কোয়াড যৌথভাবে কাজ করবে বলে সিএমপি কমিশনার জানিয়েছন।

সিএমপি কমিশনার বলেন, ডগ স্কোয়াডে মোট ৯টি কুকুরের মধ্যে ৫টি বিষ্ফোরকদ্রব্য সনাক্ত ও ৪ টি মাদক দ্রব্য সনাক্ত করতে সক্ষম। যার মধ্যে ৫টি পুরুষ ও ৪টি নারী কুকুর রয়েছে। বছর দুই এক আগে লেদারল্যান্ড থেকে আনা হয় এই কুকুরগুলো। ঢাকায় ১ বছরের প্রশিক্ষণ শেষে সিএমপিতে যুক্ত করা হয় এই ডগ স্কোয়াড।