রংপুর

ভূরুঙ্গামারীতে ভাঙন রোধ ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ৩:০৭:৫৮ প্রিন্ট সংস্করণ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সংকোশ ও দুধকুমার নদের ভাঙন রোধে ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে জামতলা মোড় পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। এতে ভূরুঙ্গামারীর রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার সভাপতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার মো. মোজাম্মেল হক। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুন্নবী চৌধুরী খোকন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, ভূরুঙ্গামারী সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ হেল বাকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও দুধকুমার নদী ভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি সাহানারা বেগম মীরা, জেলা পরিষদ সদস্য মাহমুদা ডেইজী, ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ফকরুজ্জামান জেট, প্রভাষক আজিজুর রহমান সরকার, মাইদুল ইসলাম মুকুল, শাজাহান আলী সোহাগ প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by