প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৩ , ৭:৫০:৪১ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্ক :
পাঁচ বছর পর আবারো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হলেন শ্রীলঙ্কার চান্ডিকা হাথুরুসিংহে। এবার তার সাথে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কোচ নিয়োগের ব্যাপারে বিসিবি প্রধান বলেন, ‘আমরা হাথুরুকে তিন ফরম্যাটের কোচ হিসেবেই নিয়োগ দিয়েছি। অন্তত দুই বছর তিনি জাতীয় দলের সাথে কাজ করবেন। আমরা একজন সহকারী কোচও নিয়োগ দিব, এই তালিকায় পাঁচজন আছেন। আছেন উপমহাদেশের তিনজন। তারা ২৫ তারিখের মধ্যে এসে সাক্ষাৎকার দেবে।’
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের কনসালটেন্ট হিসেবে ছিলেন ভারতের শ্রীধরন শ্রীরাম। গুঞ্জন উঠেছিল, ক্ষুদ্রতম সংস্করণে আবারো দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। তবে সে গুঞ্জনও টিকল না আর। তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের কোচ হয়ে আসছেন লঙ্কান কোচ হাথুরুসিংহে।
হাথুরুসিংহে এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিন বছরেরও বেশি সময় বাংলাদেশের কোচ ছিলেন। এরপর দুই বছর নিজ দেশে কোচ হিসেবে দায়িত্ব পালনের পর কাজ করেছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে।