প্রতিনিধি ৪ নভেম্বর ২০২০ , ৪:০৩:৩৮ প্রিন্ট সংস্করণ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গণসচেতনতায় দুপচাঁচিয়া উপজেলা সমাজসেবা অফিস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন প্রধান অতিথি হিসাবে এ মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, এনজিও সোভার নির্বাহী পরিচালক আনোয়ারুল আজাদ লিটন, বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি সুদেব কুমার কুÐু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, প্রগতি সংঘের সভাপতি সাংবাদিক আবু কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাংবাদিক এম,ডি শিমুল, সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর আলম প্রমুখ।