প্রতিনিধি ২১ এপ্রিল ২০২০ , ৭:১৪:১১ প্রিন্ট সংস্করণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে বরাদ্দকৃত আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় কোভিড-১৯ মোকাবিলায় ধামইরহাট সমাজসেবা অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখে ৬৪ জন অসহায় ও দুঃস্থদের মাঝে ৫শত টাকা করে ৩২ হাজার টাকা বিতরণ করেন উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা। অনুদান বিতরণকালে সমাজসেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার খবির চন্দ্র মাহাতো, ইউনিয়ন সমাজকর্মী শামীম হোসেন, নাজমুল হোসেন, রোগীকল্যাণ সমিতির আজিবন সদস্য জেসমিন বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।