বাংলাদেশ

পুলিশের ওপর বিএনপি হামলা চালিয়েছে : ওবায়দুল কাদের

  প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২২ , ৬:০৯:০৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

পুলিশের ওপর বিএনপি হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নয়াপল্টন নিয়ে বাড়াবাড়ি করছে কেন সেটা আমরা জানি। নয়াপল্টনের অফিসে গিয়ে নাকি আশ্রয় নেবে। তারা আগুন নিয়ে রাস্তায় নামবে। একটু আগে খবর পেলাম তারা অফিসের সামনে ১০ তারিখ আসতে না আসতে পুলিশের ওপর হামলা চালিয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন।

দেশবাসী নিরবচ্ছিন্নভাবে ফুটবল বিশ্বকাপ দেখতে পাচ্ছে বলে জানিয়ে কাদের বলেন, বিএনপি আমলে কত ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে। বাংলাদেশ শতভাগ বিদ্যুতের দেশ। আজকে কিছু সময় লোডশেডিং হচ্ছে কিন্তু ভবিষ্যতে থাকবে না।

কাদের বলেন, ফুটবলের মাঠে খেলা হচ্ছে। রাজনীতির মাঠেও খেলা হবে। নির্বাচনে খেলা হবে। তৈরি আছেন কক্সবাজার? আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে।

কক্সবাজারবাসীর উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, অঁনেরা ক্যান আঁছো? (আপনারা কেমন আছেন) গম আঁছুন না (ভালো আছেন না)।

জানুয়ারি মাসে চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়ে ওবায়দুল কাদের। তিনি বলেন, চট্টগ্রামেও মেট্রোরেল আসবে।

বিএনপিকে মহাসচিবকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব বাড়াবাড়ি করবেন না। লাফালাফি করবেন না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মরে গেছে। এটাকে আর জীবিত করার দরকার কি? তিনি তত্ত্বাবধায়ক বলে চিৎকার করেছেন কিন্তু কোন লাভ হবে না।

বিএনপিকে বিশ্বাস না করার জন্য কক্সবাজারের মানুষদের প্রতি অনুরোধ করেন ওবায়দুল কাদের। বলেন, হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমানকে বিশ্বাস করবেন না।

আরও খবর

Sponsered content