দেশজুড়ে

বকশীগঞ্জ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৩

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২০ , ৯:০১:৪০ প্রিন্ট সংস্করণ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানপাটে হামলা ভাংচুর দোকানের মালামাল লুট ও সংঘর্ষে ১৩ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
জানাগেছে, উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা গ্রামে মাছ ধরার জাল চুরিকে কেন্দ্র করে গতকাল ১৯ এপ্রিল রবিবার একই গ্রামের বিশু মিয়ার পুত্র দুলাল মিয়া গং ও মৃত লাল মিয়ার পুত্র জামরুল গংদের মধ্যে সংঘর্ষ বাধে।
এসময় সংঘর্ষে দুলাল মিয়া গংরা জামরুল গংদের উপর হামলা চালায়। এতে সংঘর্ষে জামরুল, ফেরদৌস, আমেজ, সফিক, সুরুজ, শহীদ, অফিল, আলী হোসেন, এরশাদ, জমিলা, রিয়াজল, সাজু ও তারা মিয়া গুরুতর আহত হয়েছে।
এছাড়াও জামরুলের মোদি দোকান ভাংচুর ও দোকানে রক্ষিত মালামাল নগদ অর্থ লুট করে নিয়েছে বলে জানা যায়। আহতরা বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম সম্রাট বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content