আইন-আদালত

বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধা প্রশংসার যোগ্য: আইন উপদেষ্টা

  প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৫ , ৩:২৩:৩৪ প্রিন্ট সংস্করণ

বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধা প্রশংসার যোগ্য: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যদের যে ভদ্র ও সুশৃঙ্খলভাবে আনা হয়েছে, তা অত্যন্ত প্রশংসার যোগ্য।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আইনের শাসনের প্রতি তারা যে শ্রদ্ধা দেখিয়েছেন, সেটা আমরা ইতিবাচকভাবে দেখছি। সেনাবাহিনী এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়।” আইন উপদেষ্টা আরও বলেন, “সাবজেলে কেন রাখা হয়েছে এবং কোথায় রাখা হবে—এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে। তারা যেটা যথোপযুক্ত মনে করবেন, সেটিই করা হবে। এ বিষয়ে আমার কোনও এখতিয়ার নেই।”

আরও খবর

Sponsered content