দেশজুড়ে

যুবতীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, কচুক্ষেতে মিললো লাশ 

  প্রতিনিধি ২ জুলাই ২০২৫ , ৪:৩৯:৫৫ প্রিন্ট সংস্করণ

যুবতীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, কচুক্ষেতে মিললো লাশ 

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ৬নং বোকাইনগর ইউনিয়নে হোসনে আরা খাতুন (৩৩) কে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২ জুলাই) এ ইউনিয়নের কাউলাটিয়া কবিরাজবাড়ি এলাকার এক কচুক্ষেত থেকে সেই যুবতীর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি একই গ্রামের মৃত আব্দুল গণির কন্যা। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো.দিদারুল ইসলাম। তিনি জানান, ধারণা করা হচ্ছে কলাগাছের পাতার যে মোটা অংশ তা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

নিহতের মা রাবেয়া খাতুন জানান, তার মেয়ে তার ৩টার দিকে বাসা থেকে বেড়িয়ে যায়। তার মানসিক সমস্যা ছিলো। তাকে কেনো এভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার বিচার চাই। বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহিদ জানান, মেয়েটি সহজ-সরল ছিলো। মানসিক সমস্যা থাকলেও সে কাউকে বিরক্ত করতো না। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চাই। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আবু ইউসুফ জানান, মেয়েটি তার বাড়ির প্রতিবেশি। সে ভালো ছিলো। তাকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

আরও খবর

Sponsered content