দেশজুড়ে

কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে আগুন, পুরো সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২০ , ১২:৩২:০৩ প্রিন্ট সংস্করণ

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপ-কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার পর থেকে পুরো সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

আজ মঙ্গলবার বেলা ১১টা ৫ মিনিটে এই আগুন লাগে। জানা যায়, আগুন লাগার ফলে কয়েকটি ট্রান্সফরমার পুড়ে গেছে।
সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন বলেন, ‘ইতোমধ্যে দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এ অবস্থায় পুরো সিলেটে বিদ্যুৎ সরহরাহ বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস ও আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।’
তিনি আরও জানান, কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ একটি দল।
সিলেটের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কুবাদ আলী বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।
বিস্তারিত আসছে…

আরও খবর

Sponsered content

Powered by