ময়মনসিংহ

শেরপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২০ , ৪:৫০:০৪ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি :

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরেও ৭ দফা দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরারাসার শিক্ষকরা মানববন্ধন করেছেন। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে মানববন্ধন করেন তারা। শেরপুর স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও শেরপুর জেলা শাখার সভাপতি রেজাউল করিম, শিক্ষক জুবায়ের রহমান প্রমুখ। বক্তরা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ, শিক্ষকদের পিটিআইন প্রশিক্ষণ, আসবাবপত্র সরবরাহ, অফিস সহকারী নিয়োগসহ ৭ দফা দাবি জানান।

মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করেন। এ সময় জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম।

আরও খবর

Sponsered content