প্রতিনিধি ৩০ মে ২০২৪ , ৮:১১:৪৮ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার (হালিমা) কে ২৮শে মে দুপুরে হরষপুর দেওয়ান বাজার থেকে নিজের প্রচারণা করার সময় অপহরণ হন।
অপহরণের ৩৬ ঘণ্টার ব্যবধানে ৩০শে মে সকালে নারায়ণগঞ্জ জেলার কাচপুর থানায় সুস্থ অবস্থায় হাজির হন।সূত্রে জানা যায়, ২৮শে মে নিজের পদ্মফুল মার্কা প্রতীকের প্রচারণা করতে গিয়ে অজ্ঞান মলম পার্টির খপ্পরে পড়ে হরিষপুর দেওয়ান বাজার থেকে অপহরণ হন।
অপহরণের ৩৬ ঘণ্টার পর নিজে সুস্থ অবস্থায় কাচপুর থানায় এসে হাজির হন। হাজির হয়ে বলেন, আমি মলম পার্টির খপ্পরে পড়ে এখানে চলে আসি। পরিচয় দেওয়ার পর কাচপুর থানাপুলিশ বিজয়নগর থানায় যোগাযোগ করলে, কর্তব্যরত এস আই ইউনুস ও তার সঙ্গীয় ফোর্স তাকে উদ্ধার করেন।