দেশজুড়ে

অপহরণের ৭২ ঘন্টা পর মুক্তি মিললো ২৬ রাবার বাগান শ্রমিকের

  প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৪৬:৫৩ প্রিন্ট সংস্করণ

অপহরণের ৭২ ঘন্টা পর মুক্তি মিললো ২৬ রাবার বাগান শ্রমিকের

বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালি,গয়াল মারা,মুসলিম পাড়া এলাকায় গত ১৫ই ফেব্রুয়ারি গভীর রাতে পাহাড়ি সন্ত্রাসীরা ৬ টি রাবার বাগানের ২৬ জন রাবার বাগান শ্রমিক কে অপহরণ করার ৭২ ঘন্টা পর মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে। 

১৭ই ফেব্রুয়ারি দিবাগত রাত ১.৩০ টার দিকে দুর্গম এলাকায় তাদের ছেড়ে দেয় সন্ত্রাসীরা এসময় তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপন বাবত ১০ লাখ টাকা নেয় পাহাড়ি এই সন্ত্রাসী গ্রুপটি। ১৮ই ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে অপহৃত রাবার বাগান শ্রমিকরা তাদের পরিবারের কাছে ফিরে আশে।

এসময়  কয়েকজন শ্রমিকের শরীরে নির্জাতনের চিহ্ন দেখা যায়,মুক্তিপনের টাকা দিতে দেরি হওয়ার কারনে অপহরণকারীরা তাদের কে ব্যাপক শারীরিক নির্যাতন করেছে বলে জানায় শ্রমিকদের পরিবারের পক্ষ হতে।

আরাফাত রাবার বাগান প্লানটেশনের মালিক মো. শাহজাহান জানান তার বাগানের ১২ জনকে মুক্ত করতে ৩ লাখ আর বাকী ৫ বাগানের ১৪ জনকে মুক্ত করতে ৭ লাখ টাকা সহ মোট ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে। জিম্মিদের বেশি মারধর করা হয়েছে। উদ্ধারের পর তাদের এখন কক্সবাজারের  ঈদগাঁ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে গুরুতর আহত শ্রমিকদের পরিবারের পক্ষ হতে এর সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে সরকারের কাছ হতে।

ঘটনার বিষয়ে লামা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত জানান অপহরণকারী পাহাড়ি সন্ত্রাসী গ্রুপটি রাতে চোকবাধা অবস্থায় রাবার বাগান শ্রমিকদের মুরুংঝিড়ি পাড়ায় রেখে চলে যায়।

প্রসঙ্গত বিগত বছর গুলো থেকে চলতি বছরে লামা উপজেলার রাবার বাগান গুলোতে বিভিন্ন জায়গা হতে কাজ করতে আশা শ্রমিকদের অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসী গ্রুপের মুক্তি পনের টাকা আদায়ের মতো ঘটনা ঘটেছে গত কয়েক মাসে বেশ কয়েকটি যা স্থানীয় রাবার বাগান ব্যাবসায়ি সহ কাজে আশা শ্রমিকদের আতংকের কারন হয়ে দাড়িয়েছে।

আরও খবর

Sponsered content