খেলাধুলা

অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ নিতে পারল না পাকিস্তান

  প্রতিনিধি ২৫ মার্চ ২০২২ , ৫:৫৪:২২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে ১১৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

ম্যাচটিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৯১ রান করে অস্ট্রেলিয়া। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করে ২৬৮ রান।

এরপর অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২২৭ রান করার পর ইনিংস ঘোষণা করে দেয়। এতে করে পাকিস্তানের সামনে ৩৫১ রানের লক্ষ্য দাঁড় হয়।

একদিন হাতে থাকা স্বত্ত্বেও এত কম রান করে ইনিংস ঘোষণা করে দেওয়ার ফলে অজিদেরই সমালোচনা করা হচ্ছিল। কারণ ক্রিকেট বোদ্ধারা বলছিলেন, যেহেতু পাকিস্তানের ব্যাটসম্যানরা ফর্মে আছে ফলে তাদের ৩৫১ রানের টার্গেট দেওয়া ঠিক হয়নি।

অজিরা মূলত পাকিস্তানকে  চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তবে অজিদের চ্যালেঞ্জ নিতে পারল না পাকিস্তান। তারা নিজেদের দ্বিতীয় ইনিংসে ম্যাচের শেষদিন ২৩৫ রান করেই গুটিয়ে যায়। ফলে অস্ট্রেলিয়া পায় বড় ব্যবধানের জয়। সঙ্গে তারা ১-০ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে।

এদিকে সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তানের মাটিতে খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। সেবারও তিন ম্যাচের টেস্ট সিরিজের মুখোমুখি হয় দুই দল।

১৯৯৮ সালের সিরিজের  প্রথম ম্যাচে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। এরপরের দুটি ম্যাচ ড্র হয়।

অন্যদিকে ২০২২ সালের সিরিজের প্রথম দুটি ম্যাচ ড্র হয়। এখন শেষ ম্যাচটিতে জয় পেল তারা। ফলে ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে ফের জয় পেয়েছে অস্ট্রেলিয়া।