খেলাধুলা

পোস্ট দিয়েই সরিয়ে ফেলায় তামিমের স্ট্যাটাস ঘিরে রহস্য

  প্রতিনিধি ৪ জুলাই ২০২২ , ৭:২৩:২২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রহস্যময় পোস্ট দিয়ে আবারও সরিয়ে ফেললেন ওপেনার তামিম ইকবাল। পোস্টের অর্থ খুঁজে বের করাসহ দ্রুত আবার তা মুছে ফেলার ঘটনায় ঘনীভূত হয়েছে রহস্য।

ফেসবুকে মাত্র দুই শব্দে তামিম লিখেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি। এরপর হাত নাড়ানোর তিনটি ইমোজি। যার অর্থ স্বাগত কিংবা বিদায় জানানো দু’রকমই হতে পারে। তামিম ইকবাল কোনটি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট ছিল না। পোস্ট দেয়ার ১০ মিনিটের মধ্যেই তা সরিয়েও নেন তামিম। আর এতে টি-টোয়েন্টি ফরম্যাটে তামিম ইকবালের ফেরা নিয়ে তৈরি হলো ধোঁয়াশা।

তামিম ইকবালের ফেসবুক পোস্ট।

গেল ২৭ জানুয়ারি বিপিএল চলাকালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরতির ঘোষণা দেন তামিম ইকবাল। তার সেই বিরতি শেষ হবে চলতি মাসের ২৭ তারিখ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ হারের পর তামিমের এমন পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে নেটিজেনরা।

আরও খবর

Sponsered content

Powered by