দেশজুড়ে

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবাসীদের লুটে নেওয়া মালামাল উদ্ধার, গ্রেফতার ৫

  প্রতিনিধি ৯ মার্চ ২০২৫ , ৮:০২:৪০ প্রিন্ট সংস্করণ

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবাসীদের লুটে নেওয়া মালামাল উদ্ধার, গ্রেফতার ৫

রূপগঞ্জের পূর্বাচল উপশহরের হাবিবনগর ও মিরপুর ক্যান্টমেন্ট এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৫দুবৃর্ত্তকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে বিভিন্ন অপরাধে বরখাস্তকৃত পুলিশ কন্সটেবল কাজল ইসলাম, চাকুরিরত পুলিশ কন্সটেবল রুবেল মিয়া, বরখাস্তকৃত নৌবাহিনীর সদস্য রিয়াজুল জান্নাত, সিয়াদাত রাজ ও রহমত আলী। তাদের বয়স ৩০বছর থেকে ৫৫বছর। 

আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে দুবাই প্রবাসীদের গাড়িতে ডাকাতির ঘটনায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিয়াদাত রাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় নেতা। র‌্যাব-১ এর কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা হয় লুটে নেওয়া ১৬ভরি স্বর্ণালংকার, ৭টি ল্যাপটপ, ২৮টি মোবাইল ফোনসেট, ৫৩কার্টুন সিগারেট, ৫৯কৌটা গুড়া দুধ, ৭৮টি থ্রী পিস, ৩৮৪টি প্রসাধনী মালামাল। জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পুলিশের ডাবল কেবিন পিকআপ, ১টি প্রাইভেটকার, ১টি হ্যান্ডকাপ, ১টি ওয়াকিটকি ও আইনশৃংখলা বাহিনীর পোশাক।

এ ঘটনায় শনিবার ও রবিবার রূপগঞ্জের পূর্বাচল ও রাজধানীর মিরপুর ক্যান্টমেন্ট এলাকায় অভিযান চালিয়ে ২পুলিশ সদস্য, ১ নৌবাহিনীর সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৫ দুবৃর্ত্তকে গ্রেপ্তার করা হয়েছে। 

জানা গেছে, গত ৬মার্চ ভোরে দুবাই প্রবাসী কক্সবাজার জেলার বাসিন্দা জসিম উদ্দিন, ছালাউদ্দিন ও শহীদ মিয়া, সজিব মিয়া শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন। পরে দুবাই থেকে নিয়ে আসা মালামাল রাজধানীর নিউ মার্কেটের দোকানে বিক্রির জন্য তারা নিয়ে যায়। সেখানে ৮/৯জন পুলিশ, নৌবাহিনীর সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পরিচয়ে প্রবাসীদের বহনকারী প্রাইভেটকারে অবৈধ মালামাল রয়েছে মর্মে তল্লাশী করা হয়। একপর্যায়ে জসিমউদ্দিন, সালাউদ্দিন ও শহীদ মিয়ার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার ও মালামালসহ পুলিশের ব্যবহৃত পিকআপ ও প্রাইভেটকারে দুবৃর্ত্তরা তুলে নেয়। এসময় অন্য প্রাইভেটকারে কৌশলে পালিয়ে যায় সজিব মিয়া। পরে প্রবাসীদের থানায় না নিয়ে দুবৃর্ত্তদের প্রাইভেটকারটি মিরপুর ও পুলিশের ব্যবহৃত পিকআপটি পূর্বাচল ৩শ’ ফুট সড়কে নিয়ে আসে। পরে তাদের সঙ্গে থাকা মালামাল দুবৃর্ত্তরা লুটপাট করে নিয়ে যায়। 

কক্সবাজার জেলার বাসিন্দা জসিমউদ্দিন দীর্ঘদিন ধরে দুবাই বসবাস করেন। সেই সুযোগে তার দুই বন্ধু ছালাউদ্দিন ও শহীদ মিয়া দুবাই থেকে মালামাল ক্রয় করে রাজধানীর নিউ মার্কেটের দোকানে দোকানে বিক্রি করেন। দুবাই শহরে গত দুই বছর আগে ঢাকার মিরপুর এলাকার সজিব মিয়া নামের আরো একজনের সাথে তাদের পরিচয় হয়। সজিব মিয়াও তাদের সাথে এ ব্যবসায় যোগ দেন। 

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার ও লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।