প্রতিনিধি ৬ আগস্ট ২০২৪ , ৩:০৪:১০ প্রিন্ট সংস্করণ
আজ মঙ্গলবারের (৬ আগস্ট) মধ্যে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিএনপি নেতারা এই বৈঠক করেন।
মির্জা ফখরুল বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে নির্দলীয় সরকারের কাজ সমাধান করতে হবে। আমি রাষ্ট্রপ্রতির কাছে আহ্বান জানাচ্ছি, কালবিলম্ব না করে, আজকের মধ্যে ২৪ ঘণ্টা পার হয়ে যাচ্ছে। বেলা ২টার মধ্যে দয়া করে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। অন্যথায়, দেশে রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে।’
ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘ছাত্রদের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে।’
‘বর্তমানে যারা লুটপাট করছে তারা আন্দোলনকারী নন’, মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘এখনও যারা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়ি ঘরে হামলা করছেন, দয়া করে এই মুহূর্ত থেকে তা বন্ধ করুন। যারা এটা করছেন, তারা কেউই এই আন্দোলনের লোক নন। যারা আন্দোলনের বিরোধিতা করেছেন, তারাই এসব কাজ করছেন।’
এ সময় পরিবর্তিত পরিস্থিতিতে সংযত থাকতেও সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানান বিএনপির মহাসচিব।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা ওনাকে অনুরোধ জানিয়েছি, যাতে দ্রুত চলে আসেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও বেগম সেমিমা রহমানসহ প্রমুখ।