দেশজুড়ে

গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির মিলনমেলা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৩ মার্চ ২০২৪ , ৬:০৬:৫৮ প্রিন্ট সংস্করণ

গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির মিলনমেলা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার উদ্যোগে শনিবার (২মার্চ) সহকারী শিক্ষকদের মিলনমেলা সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ‘শিক্ষার মান উন্নয়নে সহকারী শিক্ষক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের গুরুত্ব’ শীর্ষক আলোচনা, বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ণিল শোভাযাত্রা, শিক্ষক ও নিজেদের বিদ্যালয়ের স্মৃতিচারণ, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্টবাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর হলেন আপনারা। আজকের শিশুর মাঝে রোপিত কল্পতরু একদিন স্মার্টবাংলাদেশ বিনির্মাণের রূপ নিবে। চমৎকার এ আয়োজনে আমি অভিভূত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন এ কমিটির অনুমোদন দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ এসএমসি সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো. আব্দুল কাদির, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস, আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, কাউরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, পশ্চিমভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোছা. নাছিমা বেগম।

এছাড়াও বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি খন্দকার ফারাহ্ দিবাহ, নয়ন কুমার দাস, সহসভাপতি মো. মহসিন মিয়া, রোকেয়া ইয়াজদানি, সৈয়দা শামছুন নাহার, মো. হারুন অর রশিদ, মাহবুবুল হক জুয়েল, মোফাখখারুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ আলম, সুমনা সফিনা লাবনী, যুগ্ম সম্পাদক মো. ফারকুল ইসলাম, রাজিব আহমেদ, দিলুয়ারা বেগম, ফরিদ মিয়া, সহ-সম্পাদক আশিকী আল মজনু ঝুমুর, সাংগঠনিক সম্পাদক সুজন দাস, মহিলা সম্পাদিকা খায়রুন নাহার, সহ-মহিলা সম্পাদিকা রহিমা আক্তার রোমা, তানিয়া পারভীন, সহ-অর্থ সম্পাদক মাসুদ মিয়া, শিক্ষা ও সাহিত্য সম্পাদক আজহারুল ইসলাম, সহ-সংস্কৃতিক ও বিনোদন সম্পাদক আজিম উদ্দিন, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক দিতি বানু, সহ-মিডিয়া ও যোগাযোগ সম্পাদক আল আমিন, সমবায় ও সমাজকল্যাণ সম্পাদক ফজলুল হক, ক্রীড়া সম্পাদক রাকিব রেজা চৌধুরী, সহনাটী ইউনিয়নের সভাপতি জিন্নাতুল ইসলাম, বোকাইনগর ইউনিয়নের সভাপতি ঋতুশ্রী রায়, সহসভাপতি ফাতেমা আক্তার খাতুন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সম্পাদক শিউলী বেগম, সাংগঠনিক সম্পাদক চামেলী রানী বর্মণ, মহিলা বিষয়ক সম্পাদক তৌহিদা আক্তার হেলেন, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক রাশিদা আক্তার, সহকারী শিক্ষক সুজন মিয়া, ইসরাত জাহান লাকী, আছমা আক্তার, আশরাফুল ইসলাম, মাসুদ রানা, আবুল কাইয়ুম, নাছিমা খানম চৌধুরী, সুপ্তী রানী দে, তমজিদা রিসালাত, রেজিয়া আক্তার, সখিনা বেগম প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by