প্রতিনিধি ৭ আগস্ট ২০২৪ , ২:৫১:১১ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের ঘটনাকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলে অভিহিত করেছেন শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৬ আগস্ট) ফরাসি সংবাদমাধ্যমে ফ্রান্স টুয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।
মঙ্গলবার একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. ইউনূসের নাম চূড়ান্ত হয়েছে। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক, তিন বাহিনীর প্রধানের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে, সকালে ছাত্রদের পক্ষ থেকে তাকে প্রধান উপদেষ্টা করার দাবি জানানো হয়। ইতোমধ্যে তিনিও ঘোষণা দিয়েছেন, ছাত্রদের অনুরোধ তিনি ফেলতে পারবেন না।
সাক্ষাৎকারে ড. ইউনূস শেখ হাসিনার পদত্যাগকে দেশের ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ বলে অভিহিত করে বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের মতো সবাই স্বাধীনতার আনন্দ উপভোগ করছেন।
এ সময় তিনি আরও বলেন, আমরা এখন নতুন করে শুরু করতে চাই। একটি সুন্দর দেশ গড়তে চাই। আমাদের ভবিষ্যতের নেতৃত্ব দেবে ছাত্র এবং যুবসমাজ।
শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ড. ইউনূসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আনা হয়। এমনকি তাকে বিচারের মুখোমুখি করা হয়েছিল।
২০০৬ সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন ড. ইসনূস। তার দাবি, প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয়েছিল।