চট্টগ্রাম

আজ সদ্বীপ উপজেলা পরিষদের উপ-নির্বাচন

  প্রতিনিধি ২৪ মে ২০২৩ , ৭:২৬:৪২ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম জেলার স›দ্বীপ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আজ বৃহস্পতিবার (২৫ মে) অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত স›দ্বীপ উপজেলার মোট ৮৬টি কেন্দ্রের ৫৭২টি বুথে ১ লাখ ২১ হাজার ৭৩৫ জন পুরুষ এবং ১ লাখ ১৭ হাজার ৮৭৫ জন মহিলাসহ মোট ২ লাখ ৩৯ হাজার ৬১০ জন ভোটার ভোট প্রদান করবেন।

নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন (নৌকা), মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর স›দ্বীপ উপজেলার প্রধান ও সাবেক পৌর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (আনারস), জাসদ মনোনীত বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাহমুদ (মশাল) ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল (দোয়াত কলম)। নানা নাটকীয়তা শেষে মশাল ও দোয়াত কলম প্রতীকের প্রার্থীরা আনারস প্রতীক প্রার্থীকে সমর্থন দিয়ে নিজেদেরকে নির্বাচন থেকে বিরত রেখেছেন। ফলে নির্বাচনে নৌকা ও আনারসের মধ্যে তীব্র প্রতিদ্বন্ধিতার আভাষ পাওয়া গেছে।

জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও স›দ্বীপ উপজেলা উপনির্বাচনের রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন। ৭ জন ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোস্টগার্ড, র‌্যাবসহ সাত শতাধিক ফোর্স মোতায়েন থাকবে ভোট কেন্দ্রে। নির্বাচনে কোনোরূপ অনিয়ম কাউকে করতে দেয়া হবে না।

আরও খবর

Sponsered content