দেশজুড়ে

রামপালে প্রথম করোনা রোগী শনাক্ত, ৮টি বাড়ী লকডাউন

  প্রতিনিধি ১৯ মে ২০২০ , ৪:৫৬:৪৫ প্রিন্ট সংস্করণ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে এই প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় বাড়ি লকডাউন করে দিয়েছেন উপজেলা প্রশাসন জানা গেছে, উপজেলার বাবুরহাট গ্রামের আজাদুর রহমানের স্ত্রী সুমাইয়া বেগম মুন্সিগঞ্জ থেকে কিছুদিন পূর্বে বাড়িতে আসার পর তার করোনার উপসর্গ দেখা দেয় পরে তার নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়

সোমবার সন্ধায় বাগেরহাট জেলা সিভিল সার্জনের অফিস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে সোমবার সন্ধায় তার পজেটিভ রিপোর্ট পাওয়ার পর উপজেলা প্রশাসন দ্রু তার বাড়িসহ ৮টি বাড়ি লকডাউন ঘোষনা করেছেন এরপর উপজেলা প্রশাসন মঙ্গলবার সকালে স্থাণীয় ফয়লা বাজারের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেন

বিষয়ে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল জানান, রামপাল উপজেলা জামায়াতের আমীর শেখ নাসের উদ্দিনসহ পর্যন্ত ২৫ জনের নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয় এর মধ্যে সোমবার এক জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে জামায়াত নেতা নাসেরসহ বাকী ২৪ জনের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে

ব্যাপারে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার কুমার পাল এর সাথে কথা হলে তিনি জানান, বাড়ি লক ডাউনের পাশাপাশি পার্শবর্তী ফয়লা বাজারের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সাময়ীকভাবে বন্ধ করে দিয়েছি স্বাস্থ্য বিধি মেনে চালার জন্য ব্যপক প্রচার প্রচারণা জরুরী প্রয়োজন না হলে বাড়িতে থাকার অনুরোধ জানানো হয়েছে

আরও খবর

Sponsered content

Powered by