আন্তর্জাতিক

আটলান্টিক মহাসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বেরিল’

  প্রতিনিধি ৩০ জুন ২০২৪ , ৮:২৫:২১ প্রিন্ট সংস্করণ

আটলান্টিক মহাসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বেরিল’

আটলান্টিক মহাসাগরে সৃষ্টি হচ্ছে এক শক্তিশালী ঘূর্ণিঝড় যা শীঘ্রই হারিকেন রূপ ধারণ করবে। ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ‘বেরিল’।

ঘূর্ণিঝড় বেরিল যত শক্তিশালী হচ্ছে ততোই আটলান্টিকের কেন্দ্রে থাকা কয়েকটি ক্যারিবিয়ান দ্বীপের জন্য হুমকিতে পরিণত হচ্ছে এটি।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, গত শুক্রবার রাত থেকে আটলান্টিক মহাসাগরে নিম্নচাপ “ঘূর্ণিঝড় বেরিলে” রূপ নিতে থাকে। আগামী কয়েক দিনের মধ্যে ঘূর্ণিঝড় বেরিল ক্যারিবিয়ান থেকে মেক্সিকো উপসাগরে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার ৩০ জুন ঘূর্ণিঝড় বেরিল বার্বাডোস, ডোমিনিকা, গ্রেনাডা এবং মার্টিনিকের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অগ্রসর হবে।

ন্যাশনাল হারিকেন সেন্টার তাদের পূর্বাভাসে জানিয়েছে, ঘূর্ণিঝড় বেরিল উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সময় বার্বাডোসের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে। গ্রীষ্মমন্ডলীয় ঝড় “আলবার্তোর” পর ঘূর্ণিঝড় বেরিল মৌসুমের দ্বিতীয় ঝড়। এখন পর্যন্ত ঝড়ের প্রবল বর্ষণে ৪ জনের মৃত্যু হয়েছে।

বার্বাডোসের আবহাওয়া অধিদপ্তর বিদ্যুৎ বিভ্রাট এবং বন্যার সতর্কতা জারি করেছে। বর্তমানে ঘূর্ণিঝড় বেরিল ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে।

আরও খবর

Sponsered content