রাজশাহী

আত্রাইয়ে ইরি-বোরো ধান কাটা-মাড়াই শুরু

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২১ , ৬:১৫:৫৪ প্রিন্ট সংস্করণ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে ইরি-বোরো ধান ধান কাটা-মাড়াই শুরু করা হয়েছে। এ বছর ধানের বাম্পার ফলনে খুশি কৃষক ও কৃষি অফিসের কর্মকর্তারা। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম রোববার উপজেলার মুনিয়ারি ইউনিয়নের মুনিয়ারি গ্রামের কৃষক আব্দুস সাত্তারের ধান ক্ষেতে এই ধান কাটা-মাড়াইয়ের উদ্বোধন করেন।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আত্রাই উপজেলায় প্রায় ১৯ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষ করা হয়েছে। আত্রাই উপজেলা কৃষি অফিসার কে.এম কাওছার হোসেন বলেন, এ বছর উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী এক মাসের মধ্যে ধান ঘরে তোলা সম্ভব।

আরও খবর

Sponsered content

Powered by